Author Mohammad Rafiq বসন্ত আসেই ফিরে ফিরে আশা নিয়ে কাটে দীর্ঘ ঋতু অর্ধাহারে কিংবা অনাহারে কখনো বিষম উপবাসে; আজ দেখি সারা অঙ্গ ভরে ফুটে উঠছে ফুলের আগুনি থোকা থোকা নিষ্কম্প অঝর; ধরে আছি ভাঙা পাত্রখানি। Rate this poem Select ratingGive it 1/5Give it 2/5Give it 3/5Give it 4/5Give it 5/5 No votes yet Rate Reviews Post review No reviews yet. Log in or register to post comments