পাঠ্যবইয়ের ছাপার আদেশ
হাজারে নয় লক্ষে
শিক্ষামন্ত্রী আছেন জানি
জনগণের পক্ষে
তবু কেন পাচ্ছি না বই
আমরা অভিভাবক
'সব ঠিক হ্যায়' বলছে জানি
ধামাধরা স্তাবক।
ভাঙতে হবে ব্যবসায়ীদের
অবৈধ কারবার
তবেই জানি দেশের মানুষ
ভুগবে না বারবার।
Reviews
No reviews yet.