Skip to main content

নতুন বাড়িটাতে যেদিন প্রথম বিকেলের রোদ এসে

জীবনের খোঁজ নিয়েছিল

সেদিন থেকেই এবাড়ির নিজস্ব রোদ

নিজস্ব হাওয়া বাতাস মেঘলার জন্ম

সবকিছু যা একান্তই এবাড়ির

যেভাবে কিছু রোদ কিছু বৃষ্টি নিয়ে বেঁচে থাকা সংসার চায়

যেভাবে স্হানিকতা বিচ্ছিন্ন হয়ে যেতে চায় মহাভাষ্য থেকে

যেভাবে ব্যক্তিগত রোদের কাতরতা নিয়ে এক সময়

পশ্চিমের বারান্দায় অতসীলতাকে বাঁক নিতে দেখেছিলাম-

দেখেছিলাম রোদের জন্য ঠাকুমার হাপিত্যেশ

এখনো মনে পড়ে যায় দ্বারভাঙায় আমাদের ডাইনিং টেবিলে

চা পানের সঙ্গী এক চিলতে রোদ্দুর

স্কুলের ছুটির ঘন্টার সঙ্গে চলে যাওয়া রোদের অন্য এক সম্পর্ক ছিল

যেমন কিছু-কিছু ছায়ার সঙ্গে আমাদের নিভৃতের যোগাযোগ

যেভাবে কিছু রোদ কিছু ছায়া ব্যক্তিগত সঞ্চয়ে জমা পড়ে

যেভাবে স্হানিকতা বিচ্ছিন্ন হয়ে যেতে চায় মহাভাষ্য থেকে।

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.