Skip to main content
Author

আরো একটু মাতাল করে দাও।
নইলে এ বিশ্বসংসার
সহজে ও যে সইতে পারবে না!

এখনও যে ও যুবক আছে প্রভু!
এবার তবে প্রৌঢ় করে দাও-
নইলে এ বিশ্বসংসার
সহজে ওকে বইতে পারবে না।

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.