Skip to main content

মাংসের ভুতুড়ি বেরিয়ে যাচ্ছে

আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে স্তনমাংস

ঠোঁট ঘুরপাক খেতে খেতে মাংস বেছে নিচ্ছে

এক এক জায়গায় ঠোঁট নেমে আসছে মাংসের বাদবিচার

যেন পুরোটা শেফালি নয় শেফালিই তো

মুখে মাংসের চুল লাগছে মুখে মাংসের মসৃণ ঠেকছে

মুখে মাংসের হাড় ঠোঁট ঘুরপাক খাচ্ছে

স্তনের চারপাশ দেখে নিচ্ছে ঘাড়ের চারপাশ দেখে নিচ্ছে

বগলের পাশ দিয়ে যেতে যেতে ঠোঁট ফিরে আসছে

ঠোঁট খুঁজতে খুঁজতে চাইছে

ঠোট দিয়ে মাংসপরীক্ষা সেরে নিচ্ছে আমার মাংস

ঠোঁটের অধীন আমার মাংসব্যবস্হা

আমি ও আমার ঠোঁট অস্তিত্বের জট খুলে রাখছে

ঠোঁট মাংসব্যবস্হার মধ্যে তার বখরা সুনিশ্চিত করে তুলে

আমাকে ঠোঁটের অধীন ঠোঁটের কাঠামোয়

এখন আমি বলতে শুধু ওষ্ঠদ্বয়

বীজ স্হাপনের আগে বিস্তৃত চিৎ ভূস্হল পরখ করে নিতে

রসায়নবিদ্যাসহ ঠোট ঘুরছে

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.