মাংসের ভুতুড়ি বেরিয়ে যাচ্ছে
আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে স্তনমাংস
ঠোঁট ঘুরপাক খেতে খেতে মাংস বেছে নিচ্ছে
এক এক জায়গায় ঠোঁট নেমে আসছে মাংসের বাদবিচার
যেন পুরোটা শেফালি নয় শেফালিই তো
মুখে মাংসের চুল লাগছে মুখে মাংসের মসৃণ ঠেকছে
মুখে মাংসের হাড় ঠোঁট ঘুরপাক খাচ্ছে
স্তনের চারপাশ দেখে নিচ্ছে ঘাড়ের চারপাশ দেখে নিচ্ছে
বগলের পাশ দিয়ে যেতে যেতে ঠোঁট ফিরে আসছে
ঠোঁট খুঁজতে খুঁজতে চাইছে
ঠোট দিয়ে মাংসপরীক্ষা সেরে নিচ্ছে আমার মাংস
ঠোঁটের অধীন আমার মাংসব্যবস্হা
আমি ও আমার ঠোঁট অস্তিত্বের জট খুলে রাখছে
ঠোঁট মাংসব্যবস্হার মধ্যে তার বখরা সুনিশ্চিত করে তুলে
আমাকে ঠোঁটের অধীন ঠোঁটের কাঠামোয়
এখন আমি বলতে শুধু ওষ্ঠদ্বয়
বীজ স্হাপনের আগে বিস্তৃত চিৎ ভূস্হল পরখ করে নিতে
রসায়নবিদ্যাসহ ঠোট ঘুরছে
Reviews
No reviews yet.