Skip to main content

নামটা আমার মণীন্দ্রনাথ সরকার,
এত্তো বড় নাম কি কারো দরকার?

ক্লাসমেটরা ক্লাসে শুধুই ‘মণি' ডাকে,
বাংলার স্যার ইন্দ্র ডাকেন কথার ফাঁকে।
মাসী ডাকেন ‘গভর্নমেন্ট' ইচ্ছে করে,
‘নাথ বাবু' নাম কাকু বলেন আদর করে।

‘মণিন্দ্রনাথ' নামে ডাকেন ঠাকুর মশাই,
আদব মেনে যখন তাকে সোফায় বসাই।
ছন্দাদিদির ‘মন' নামটা ভীষণ প্রিয়,
বলেন- ‘নামের অংশ কিছু আমায় দিও।

বিকেল হলে যখন মাঠে ক্রিকেট খেলি,
বাবা ডাকেন, ‘সোনামণি কোথায় গেলি?'
লম্বা নামের এই ঝামেলায় হরেক নামে
খাচ্ছি খাবি চলতে পথে ডানে-বামে।

মা থাকলে ডাকতো শুধুই ‘আব্বু' বলে,
আদর সোহাগ সবটা পেতাম মায়ের কোলে।

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.