Skip to main content

সারা ভারত জুড়ে এত কলাবতী কেন—

পড়েছি, কলাবতী বায়ু প্রসব করলে অযোনিসম্ভূতা

রাধিকার জন্ম

দেখেছি,শুঁয়োপোকা আরোহে প্রজাপতি

উচ্চগ্রামে স্বরলিপি স্বর পাল্টায়, প্রত্যেক শব্দ

উচ্চারিত হলে কিছু বায়ু তার পেটে থেকে যায়…

তবে কি মানুষের জীবনটাই শব্দের গতিবিধি…

বায়ুতরঙ্গের চলাফেরা…

কে জানে আবার নিম্নচাপ কবে…

কলাবতী জানে

আছেন এক কলাবতী সত্যনারায়ণে…

( নভেম্বর ২০১১ )

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.