Skip to main content

সাতলক্ষ যুবতীর পোঁদে লাথি মেরে
ভেবেছিলাম কাতরানি গড়াবে প্রচুর,
মধ্যরাত্রে শূণ্য খোলা রাজপথে যুগ্ম শিশ্ন তুলে ধরে আমি ও সুনীল
কলকাতা চুরমার করো
বহুবার ছুটে গেছি মেটিয়াবুরুজে |
ন্যাংটো করে অভিলাষ কুমারীর দেহ খুঁড়ে সন্দীপন ভেঙেছে প্রাসাদ,
সমরেন্দ্র বিলিয়েছে রূপসী বেশ্যার গৃহে কোম্পানির বিজয় টনিক-
শক্তি যে কিঞ্চিৎ ভীতু
সে-ও তবু হাওয়ায় ছুঁড়িয়াছে লাথি,
সঙ্গোপনে ফুলকুমারীর প্রতি ;
মসৃণ চাবুক হাতে বাগনানে ভয়ংকর কাফ্রী হয়ে গেছি |
আমরা সদলবলে দ্রৌপদীর দীর্ঘবস্ত্রহরণের ঐ লিঙ্গ প্রধান প্রহসনে
মনোবেদনার জন্য মহিলার তলপেটে চেয়েছি বাগান |
অকস্মাৎ ঘুম ভেঙে প্রত্যুষের বিছানায় দেখি-
নীলপদ্ম রেখে গেছে প্রতিহারী আস্ফালন মায়াবী প্রহার,
করুণ ফোয়ারা বেয়ে ঝরে পড়ে আশ্চর্য প্রসার ;
অকস্মাৎ ত্রুটিহীন পরিচর্যা দাবী করে আমাদের প্রসূত সন্তান-

প্রত্যেকের ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখি |

(হাংরি বুলেটিন, ১৯৬২)

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.