Skip to main content

গরবিনী মুসলিম বালা

আমি গরবিনী মুসলিম বালা!
সংসারে সাহারাতে আমি গুলে লালা!!

জ্বালায়েছি বাতি আঁধার কাবায়,
এনেছি খুশীর ঈদে শিরনির থালা।।

আনিয়াছি ঈমান প্রথম আমি,
আমি দিয়াছি সবার আহে মোহাম্মদকে মালা।।
কত শত কারবালা বদরের রণে
বিলায়ে দিয়াছি স্বামী- পুত্র স্বজনে,
জানে গ্রহ- তারা জানে আল্লাহতালা।।

[নজরুল রচনাবলী/ খন্ড-৪/ পৃষ্ঠা-৪৭৭]

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.