Skip to main content

আকাশ যখন তারার বাগান হয়
বাতাস যখন নদীর মতো বয়
রাতের কানে আঁধার কথা কয়
খুকুর বুকে জমতে থাকে ভয়
তখন আমার ইচ্ছে জাগে
একটু পেলে ছুটি
ওই আকাশে তারার মতো ফুটি।

সাত-সকালে শিশির যখন ঝরে
নরম ছোঁয়ায় ফুলের ওপর পড়ে
সূর্যমুখী পাপড়ি মেলে ধরে
সেই সুবাসে যায় না থাকা ঘরে
তখন আমার ইচ্ছে জাগে
একটু পেলে ছুটি
ওই বাগানে ফুলের মতো ফুটি।

একটি নীরব শান্ত দুপুর বেলা
গাছের শাখায় হাজার পাখির মেলা
নীল আকাশে ধবল মেঘের ভেলা
চোখের পলক যায় না যখন ফেলা
তখন আমার ইচ্ছে জাগে
একটু পেলে ছুটি
ওই আকাশে পাখির মতো জুটি।

নিকেল করা একটি বিকেল এলে
সূর্য পালায় রোদের ডানা মেলে
ছুটে বেড়ায় একটি অবুঝ ছেলে
নরম পায়ে আলতো কদম ফেলে
তখন আমার ইচ্ছে জাগে
একটু পেলে ছুটি
সবার ঠোঁটে হাসির মতো ফুটি।

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.