এখানে রিরংসার শিকার হয় অবোধ শিশুরা
এখানে অনাদরে শুয়ে থাকে সতেজ ভ্রূণের লাশ
এখানে দেহ বাঁচাতে মানুষ দেহ বিক্রি করে অষ্টপ্রহর
এখানে শ্বাস নেবার জন্যে বিশুদ্ধ অক্সিজেনের বড় অভাব।
এখানে মানুষ চোখের পলকে খুনী বনে যায়
এখানে মানুষ প্রকাশ্য রাজপথে লুট করে ভিক্ষুকের হাত
এখানে মানুষ সহজে মানুষ হতে পারে না।
শুনেছি মানুষ কবে একদিন মানুষ ছিল
শুনেছি মানুষের বিবর্তনের গৌরবগাথা
আর যেদিন থেকে জেনে ফেলেছি
আমাদের গর্বিত পূর্বপুরুষ একদির বানর ছিল
ঠিক সেইদিনই মানুষ হবার সোনালি সাধ
আড়িয়ালখাঁর গোপন জলে ধুয়ে ফেলেছি।
Reviews
No reviews yet.