Skip to main content

নতুন পথের যাত্রা-পথিক
চালাও অভিযান !
উচ্চ কন্যে উচ্চার আজ
"মানুষ মহীয়ান"|

চারদিকে আজ ভীরুর মেলা,
খেল্ বি কে আয় নতুন খেলা?
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কে উজান ?

পাতাল ফেড়ে চল্ বি মাতাল
স্বর্গে দিবি টান ?
সমর-সাজের নাই রে সময়
বেরিয়ে তোরা আয়,

আজ বিপদের পরশ নেব
নাঙ্গা আদুল গায়|
আসবে রণ-সজ্জা ক'বে,
সেই আশায়-ই রইলি সবে!

রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখী গান|
আয় বেরিয়ে, সেই প্রভাতে
ধরবি যারা তান ||

আঁধার ঘোরে আত্মঘাতী
যাত্রা পথিক সব
এ উহারে হানছে আঘাত
করছে কলরব|

অভিযানের বীর সেনাদল!
জ্বালাও মশাল, চল্ আগে চল্!
কুচকাওয়াজের বাজাও মাদল,
গাও প্রভাতের গান!
ঊষার দ্বারে পৌঁছে গাবি
"জয় নব উথ্বান!"

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.