Skip to main content
Author

[ কবি উত্তম দাশ, শ্রদ্ধাস্পদেষু ]

ভারতবর্ষের একজন কবি সেদিন আমাকে বলেছিল
জ্বালামুখে কবিতার শব্দ মেখে নিলে ভূমিকম্প থেমে যায়
যখন গোধূলি ছিল, যখন লৌকিক অলৌকিক ভুলে থাকা
তখন রুণুকে পেয়ে একজন কবি মজে রসের খেলায়।

ভুল ভারতবর্ষের একজন কবির আপে মনে পড়ে
আজন্ম ভ্রমণে তার বাড়ে কিছু ভ্রম আর অভিজ্ঞতা-ঝুলি
দেশভাগ যাকে দেশছাড়া করে নিয়ে যায় অচেনা নগরে
শুনেছি নতুন দেশে শব্দের প্রতিমা গড়ে স্মৃতিরঙতুলি।

কবিকে বাঁধতে পারে, চিন্তার চরণে দেবে রঙিন শেকল
এমন নিয়ম নেই, এই কথা জানিয়েছে শিল্প হাইকোর্ট
কবি যাবে সব দেশে সর্বত্র সাগর চর জলা কি জঙ্গল
কবির লাগে না ভিসা তদারকি অনুমতি কিংবা পাসপোর্ট!

কবি নয় দেশবন্দি, ভাষা কি বাঁধতে পারে কবির অন্তর!
কবি ঘোরে বিশ্বময় উত্তুঙ্গ আকাশে তার দশচালা ঘর।


Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.