Skip to main content

আসিছেন হবিবে খোদা, আর্ শ্ পাকে তাই উঠেছে শোর্
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর,
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে'
তেমনি করে' হরষিত ফেরেশ্ তা সব উঠ্ লো গেয়ে,
"হের আজ আর্ শে আসেন মোদের নবী কম্ লিওয়ালা
দেখ সেই খুশীতে চাঁদ সুরয আজ হ'ল দ্বিগুণ আলা ||
ফকির দরবেশ আউলিয়া যারে
ধ্যানে জ্ঞানে ধ'রতে নারে
যাঁর মহিমা বুঝতে পারে
এক সে আল্লাহ্ তালা ||
বারেক মুখে নিলে যাঁর নাম
চিরতরে হয় দোজখ্ হারাম ||
পাপীর তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা ||
মিম্ হরফ না থাকলে যে আহদ্
নামে মাখা যাঁর শিরণ্ শহদ্
নিখিল প্রেমাস্পদ আমার মোহম্মদ
ত্রিভুবন ঊজালা ||"

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.