আপনার ঘরে আছে যে শত্রু
তারে আগে করো জয়;
ভাঙ্গো সে দেয়াল, প্রদীপের আলো
যাহা আগুলিয়া রয়।
অনাত্নীয়ের আত্নীয় করো,
তোমার বিরাট প্রান
করে না কো যেন কোনোদিন কোনো
মানুষের অসম্মান।
সংস্কারের মিথ্যা বাঁধন
ছিন্ন হউক আগে,
তবে সে তোমার সকল দেউল
রাঙ্গিবে আলোর রাগে।
Reviews
No reviews yet.