Skip to main content

যাঁরা নিয়মিত তাস খেলেন বা তাসখেলার মারপ্যাঁচ দেখে আসছেন

তাঁরা লক্ষ করেছেন ব্রিজ রামি ব্রে তিন তাস

বিন্তি ফিশ টোয়েন্টিনাইন তাসের অনেক ভূবন

কখনো টেক্কা বিশ্বজয়ী তুরুপের তাস

কখনো গোলামের চেয়ে খাটো আবার দহলার চেয়ে মানমর্জিতে বেশি

কখনো হরতনের টেক্কা চিড়িতনের টেক্কার চেয়ে কেউকেটা

কখনো কাগাবগা চুনোপুঁটি

যত খেলা বদল হয় পালটায় টেক্কার কদর আর তার প্রাণপ্রাচুর্য

যে কোনো রাউন্ড খেলার শেষে শুরু হয়ে যেতে পারে

রুইতনের টেক্কা নিয়ে ভয়ংকর বিতর্ক

একটা অবস্হানকে বলা যেতে পারে ইসকাপনের টেক্কা ফেলার যথাসময়

একটা খোপকে সনাক্ত করা যায় হরতনের টেক্কা পাশ করে যাওয়ার অবসর

মনে হতে পারে পিট পাওয়া নিয়ে শুরু হয়ে গেছে

হাইজেনবার্গ আর শ্রোয়েডিংগারের মধ্যে জগৎ বিচারের মৌল মতান্তর

আমরা জেনে গেছি দুরকমের উঠকিস্তি প্রত্যেক রাউন্ডে অসংখ্য সম্ভাবনা

কখনো মানুষ উঠবে সিঁড়ি থেকে যাবে স্হির

কখনো সিঁড়ি ক্রমাগত উঠে যাবে মানুষ নড়বে না

তবে ক্রমশ এভাবে নিশ্চিত হওয়া যায় চারটে টেক্কার

কোনো সুনিশ্চিত হাতযশ নেই

আর তাসখেলা কোনো সরলতা পরখ করার আয়োজন নয়

কেননা শেষাবধি সংশয় থেকে যেতে পারে

চিড়িতনের পাঁচ পিটের পর হরতনের টেক্কা বের করা ঠিক ছিল কিনা…

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.