বাড়াই তৃষ্ণার হাত,ফিরে আসি শুন্যতাকে ছুয়ে-
তুমি নেই,নিষ্প্রদীপ মহড়ায় জ্বলে থাকে একা
পাথরের মতো ঠান্ডা,একজোড়া মানবিক চোখ,
তৃষ্ণার্ত শরীর জুড়ে জেগে থাকে ব্যাথিত রোদন।
নরম আলোর চাঁদ মরে যায় অঘ্রানের রাতে,
বেঁচে থাকে ভালোবাসা,নক্ষত্রের আলোকিত স্মৃতি।
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস ,বেদনার ঘ্রাণ,
তোমার না থাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
Reviews
No reviews yet.