যখন সকল কথা শেষ হয়ে যায়
না-বলা কথার ভার মূক স্তব্ধতায়
কাঁপে ভীরু প্রদীপের শিখার মতন।
দিনে যত আনাগোনা
কথা দিয়ে জাল বোনা
থেমে যায় একদিন হঠাত্ কখন।
থামে না তো স্রোত, শুধু
সরে যায় ঘোলা জল।
কাটে না তো সুর, শুধু
পড়ে যায় ঝরা দল।
তখন হূদয়ে নামে ভোরের আকাশ
পাখা মেলে বুনো বালিহাঁস,
সকালের রোদ গায়
কালো মেঘ ছেড়ে যায়
ভুলে গেছে বাসা তার
জানে শুধু সে সাঁতার।
Reviews
No reviews yet.