হঠাৎ এ কোন গ্রামে এসে গেলে তুমি!
কোথাও সড়ক নেই, শুধু জলাভূমি
যেন কেউ কেঁদে কেঁদে ঝরিয়েছে জল
জলে তার চোখের কাজল।
অথবা সে আকাশের নীলে
ছায়া ফেলে জলসঙ্গী ঝিলে।
চলা থামে এখানেই থামা পথিকের
যে হোক সে হোক সে তো আমাদেরই
সে তো আমাদের।
Reviews
No reviews yet.