Skip to main content

…আমার মা আজকাল দিনদিন ছোটো হয়ে যাচ্ছে…

একই স্পেসে আলাদা সময়ে

দুই তাসুড়ে

নবগাঁর জয়ন্তর চাঁদ আর উরুগুয়ের ফেদেরিকোর সূর্য

অনলাইনে তাস খেলছে

পিঠ কুড়োচ্ছে

যশোদার কোলে ভূমিষ্ঠ আনুভূমিক

বাড়ছে দেশকালের স্পর্ধা

ব্রিজ খেলছে

অঅসেতুসম্ভব সেতুবন্ধন



গোলাকার ভূমন্ডলে ঘটমান পৃধিবী ত্রিকোণ



কবিতার নদীর প্রেমিক কোলাহল

নির্জনতা কোলা হলের প্রেমিকা

ত্রিকোণ প্রেমের ফাঁদে

আজও নদী আঁকাবাঁকা

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.