Skip to main content

আজি এসেছি–আজি এসেছি, এসেছি বঁধু হে,
নিয়ে এই হাসি, রূপ, গান।
আজি আমার যা কিছু আছে,
এনেছি তোমার কাছে,
তোমায় করিতে সব দান।
আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার,
এ হার তোমার গলে দিই বঁধু উপহার,
সুধার আধার ভরি, তোমার অধরে ধরি,
কর বঁধু কর তায় পান;
আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা,
তোমাতে হউক অবসান।
ওই ভেসে আসে কুসুমিত উপবন-সৌরভম
ভেসে আসে উচ্ছলজলদলকলরব,
ভেসে আসে রাশি রাশি
জ্যোৎস্নার মৃদু হাসি,
ভেসে আসে পাপিয়ার তান;
আজি, এমন চাঁদের আলো –
মরি যদি সেও ভালো,
সে- মরণ স্বরগ সমান।
আজি তোমার চরণতলে লুটায়ে পড়িতে চাই,
তোমার জীবনতলে ডুবিয়া মরিতে চাই,
তোমার নয়নতলে শয়ন লভিব ব’লে,
আসিয়াছি তোমার নিধান;
আজি সব ভাষা সব বাক, –
নীরব হইয়া যাক,
প্রাণে শুধু মিশে থাক–প্রাণ।

[দ্বিজেন্দ্রগীতি]

Rate this poem
No votes yet
Reviews
No reviews yet.